নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, আপনজন: আসন্ন সাধারণতন্ত্র দিবসে রাজ্য থেকে ২২ জন রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান পেতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। প্রাপকেরা হলেন, জাভেদ শামিম, শিবপ্রসাদ মুখার্জি, সুশান্ত ধর(কলকাতা পুলিশ), সঞ্জিত কুমার শানি (এস আই, ডাইরেক্টর অব সিকিউরিটি, আলিপুর), শান্তুনু কুমার তরফদার ( অ্যাসিস্ট্যান্ট কমিশনা, কলকাতা পুলিশ), দীপঙ্কর দাস (অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কলকাতা পুলিশ), সুব্রত দে ( এসটিএফ, কলকাতা পুলিশ), চন্দন দাস (ইন্সপেক্টর, ব্রিগেড হেড কোয়ার্টার), অরুপ ব্যানার্জি (ইন্সপেক্টর, সাউথ ডিভিশন, কলকাতা পুলিশ), তরুণ হাজরা (মালদহ জেলা পুলিশ), কবিতা দাস (ইন্সপেক্টর, সালুয়া) অমর ফারুক (মালদহ জেলা পুলিশ), অরুপ কুমার পট্টনায়ক (সাবইন্সপেক্টর, ইন্টিলিজ্যান্স ব্রাঞ্চ), মিলন মোঠে (এএসআই, জেলা সশস্ত্র পুলিশ বাহিনী, দার্জিলিং) নিহার রঞ্জন ভৌমিক (এএসআই, মালদা পুলিশ), শান্তুনু দাস (এএসআই, ডাইরেক্টর অব সিকিউরিটি), অভিজিৎ বিশ্বাস (কন্সটেবল, বারুইপুর পুলিশ), প্রভাকর দাস (কন্সটেবল), শ্যাম কুমার থাপা (ইস্টার্ন, ফ্রন্টিয়ার্স রাইফেল, সালুয়া ), বিদ্যুৎ দাস (এসআই, কলকাতা পুলিশ হাওড়া অ্যাকাডেমি)। এদের মধ্যে জাভেদ শামিম এবংশিবপ্রসাদ মুখার্জি পাচ্ছেন প্রেসিডেন্ট মেডেল। বাকিরা পাচ্ছেন পুলিশ মেডেল। প্রতিবছর সাধারণ তন্ত্র দিবসের আগে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত হয় রাষ্ট্রপতি ও পুলিশ মেডেল প্রাপকদের তালিকা। কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকাকে স্বীকৃতি হিসেবে দেওয়া হয় এই সম্মান। বাংলার পাশাপাশি অন্যান্য় রাজ্যে থেকেও পুলিশ কর্মীদের পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct