ময়নার বিয়ে
আসগার আলি মণ্ডল
ময়না পাখির আজকে বিয়ে
উতাল সারা বন
সঙ্গে যাবে বন্ধু-স্বজন
সেটাও একশো জন।
পালকি কাঁধে ছয় বেহারা
চলবে হেলে-দুলে
কাকাতুয়া নাচ করবে
লাজ-লজ্জা ভুলে।
ঢোল বাজাবে দশটা বাঁদুড়
আসছে একে-একে
বাজবে সানাই মধুর সুরে
ময়না সুধায় মাকে।
ছেলে-পিলে সঙ্গে নিয়ে
আসছে যতো হাতি
পথের মাঝে সিংহ রাজা
হলেন ওদের সাথী।
পাত্রি টিঁয়ার বাড়িতে আজ
সারবে মহা ভোজ
খাবার পাতে থাকবে কি মাছ
করছে বিড়াল খোঁজ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct