নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: বেপরোয়া যুবকের বাইকের ধাক্কায় রক্তাক্ত বাইক চালক সহ ছয়।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কুশিদাগামী রাজ্য সড়কে মারাডাঙ্গি স্ট্যান্ডে।দুর্ঘটনায় আহত হয়েছে মারাডাঙ্গি গ্রামের বাসিন্দা মহম্মদ কাশিম (৫৫), মহবুল হক(৫০), মকরু কুরেশি (৫১),সুলতান আলি (৬০) নুরসালাম আলি (৩৮)ও নুর আলি (১২)। অপরদিকে গুরুতরভাবে জখম হয়েছে বাইক চালক সানু ইসলাম। বাইক চালক সহ আহত ছয় জনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাইক আরোহী বুলবুল আলিকে গ্রামবাসীরা আটক করে রাখেন। বাইক চালক ও বাইক আরোহীর বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে।এদিন সকালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র নুর আলি সাইকেল নিয়ে টিউশন যাচ্ছিল। দুই যুবক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই ছাত্রের সাইকেলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct