নিজস্ব প্রতিবেদক, মেঘালয়: মেঘালয়ে বিজেপির প্রক্সি সরকার চলছে। আর বিজেপির এই প্রক্সি সরকারের বিকল্প সরকার হতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। মেঘালয়ের গারো পাহাড়ের মেন্ডিপাথারে নির্বাচনী প্রচার শুরু করে বুধবার এ কথা বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, মেঘালয়ে এনপিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। মুখ্যমন্ত্রী রয়েছেন এনপিপির কনরাড সাংমা। মমতা বলেন, ‘বিজেপি মেঘালয়ে অপশাসন চালাচ্ছে। নির্বাচনের আগে বিজেপি ডাবল ইঞ্জিনের কথা বলেছিল। এখন দেখা যাচ্ছে এটা ডাবল মুখোশ।’ মমতার অভিযোগ, মানুষের জন্য কিছুই করেনি মেঘালয় সরকার। কেন বিজেপি ক্ষমতায় থাকার এতদিন পরেও বেকারের সংখ্যা এত বেশি? দেশে যেখানে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, সেখানে বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান হয়েছে।
মমতা বলেন, ‘মেঘালয়ে দিল্লি এবং অসমের প্রক্সি সরকার চলছে। বিজেপির প্রক্সি সরকার চলছে। কেন গুয়াহাটি থেকে মেঘালয়কে শাসন করা হবে? মমতা বলেন, ‘মেঘালয়ে যে সরকার রয়েছে তারা ভয় পেয়েছে। যে ভয় পায় সে মরে যায়। ওরা জয়ী হতে পারবে না। জিতবেও না।’ ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার সাবেক স্পিকার পিএ সাংমার দল এনপিপি, বিজেপি নেতৃত্বাধীন উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন দলের জোট ‘নেডা’র সদস্য। এই ‘নেডা’র তত্ত্বাবধান করেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাই, মমতা ঘোষণা করেন, ‘তৃণমূল ক্ষমতায় এলে এখানে শুধু মেঘালয়ের মানুষ শাসন করবে। মেঘালয়ের জন্য মেঘালয়ের মানুষের দ্বারা নির্বাচিত সরকার হবে। মেঘালয়ের ভবিষ্যতের জন্য আপনাদের কারও কাছে মাথা নত করতে হবে না’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি-এনপিপি সরকারের তীব্র সমালোচনা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৫ বছরে মেঘালয়ে কোনও উন্নয়ন করেনি বিজেপি-এনপিপি সরকার সাধারণ মানুষকে লুট করেছে ডাবল ইঞ্জিনের সরকার। এই পরিস্থিতি থেকে মেঘালয়ে সোনালি দিন ফেরাতে পারে একমাত্র তৃণমূল বলেও মন্তব্য করেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct