ওয়ারিশ লস্কর, মগরাহাট: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে সেচ দফতরে কৃষকদের পক্ষ থেকে এক ডেপুটেশন দেওয়া হল মঙ্গলবার। অভিযোগ, মগরাহাটের বিভিন্ন প্রান্তে মাঠের চাষযোগ্য জমি বেহাল অবস্থা। আলু, পিয়াজ, বাঁধাকপি, ফুলকপি, এমনকি ধান চাষের জমিতে জল নেই। তাই এলাকার মানুষ দরবার করতে ছুটে যান সেচ দফতরে যাতে তাদের ফসলটুকু বাঁচানো যায়। অথচ তেমন কোনো সুরাহা মেলেনি সেচ দপ্তর আধিকারিক সৌজিত মন্ডলের কাছ থেকে বলে অভিযোগ। এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে কৃষকরা চলে আসেন ব্লক উন্নয়ন আধিকারিক এর অফিসে। সেখানেও তারা লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ব্লক উন্নয়ন আধিকারিক শেখ আব্দুল্লাহ তাদেরকে আশ্বাস দেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কৃষক গৌরী মালী, ফারুক লস্কর, হালিম লস্কর, সোবেদ আলি লস্কর বলেন, বিডিও সাহেব শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। এ নিয়ে সেচ দফতরে আপনজনের সাংবাদিক ফোন করলে বলা হয়, এটা সম্পূর্ণ ডায়মন্ড হারবার ডিভিশনাল-এর উপর নির্ভরশীল। অল্প কিছুদিনের দিনের মধ্যে ভরা কোটালের জোয়ারের জল ঢুকে যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct