নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রাজনীতির আঙ্গিনার বাইরে কেউই নয়। পৃথিবীর সব ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব। মঙ্গলবার সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একটি বই প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে পাশাপাশি থাকা প্রসঙ্গে এমনই ব্যাখ্যা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এদিন ওই অনুষ্ঠানে মরণোত্তর দেহদান নিয়ে একটি বই প্রকাশে তিনি অংশ নেন। নিজের দেহটি মরণোত্তর দান করার প্রতিশ্রুতিও এদিন গ্রহণ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে আনুষ্ঠানিকভাবে তিনি এদিন তার দেহ দান করেননি তিনি জানিয়েছেন পরবর্তী সময় তিনি এবং আরো বেশ কয়েকজন একসঙ্গে এই কর্মসূচিতে নিজেদের নাম নথিভুক্ত করবেন। পরে অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, বিচারপতি বলেন,পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করে রাখার চেষ্টা চালাচ্ছে,একটি অংশ। এরাজ্যের বিচার ব্যবস্থার উপর যেটা চলেছে তা সঠিক নয়। সারা দেশের মানুষ এ রাজ্যের বিচার ব্যবস্থার ওপর আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করেছেন। যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারা কেউ অপরিচিত নন। রাজ্যের শাসকদল বিষয়টা সঙ্গে জড়িত নয়, এমন বিবৃতি দিয়েছেন বলে শুনেছি। প্রত্যেকেরই জেনে রাখা উচিত বিচার ব্যবস্থা বা বিচারকদের বিরুদ্ধে এ ধরনের আচরণ করে কোন লাভ হবে না। সকলের মনে রাখা উচিত এদেশের বিচার ব্যবস্থা অত ঠুনকো নয়। যা ঘটেছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মন্তব্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলীর। নিজেকে জনগণের বিচারপতি মানতে নারাজ অভিজিৎ বাবু তিনি বলেন তিনি যখন বিচারপতির আসনে বসেন ও রায় দেন তখন তিনি সামাজিক বিচারের কথা মাথায় রাখেন। কারণ তাঁর যুক্তি হলো অতি দ্রুত মানুষকে রায় দিতে না পারলে, মানুষ পার্টি অফিস অথবা লোকাল কমিটির অফিসে চলে যাবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct