মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নতুন বছরের শুভেচ্ছা বার্তা পৌঁছালো স্কুল পড়ুয়াদের হাতে।সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লিফ লেটের মাধ্যমে শুভেচ্ছা বার্তা স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেন নলহাটির উজিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।জানা গেছে, গত ২০২২ সাল থেকে নতুন বছরের প্রথম সপ্তাহটাকে স্টুডেন্ট উইক হিসাবে পালন করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই মতো এ বছরও ২০২৩ সালে রাজ্যের সকল স্কুল পড়ুয়াকে নতুন বছরের শুভকামনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠালেন স্কুল পড়াদের হাতে।