আপনজন ডেস্ক: মঙ্গলবার ভারত জোড়ো যাত্রা যখন উত্তর প্রদেশে প্রবেশ করে, তখন এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধী লোনি সীমান্তে এই যাত্রাকে স্বাগত জানান। প্রিয়াঙ্কা তার বড় ভাই রাহুল গান্ধিকে ‘যোদ্ধা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, তার ভাই সরকারের শক্তিকে ভয় পায় না, যারা তার ভাবমূর্তি নষ্ট করতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশে প্রবেশের সময় ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, আদানি এবং আম্বানির মতো বড় বড় শিল্পপতিরা হয়তো অনেক রাজনীতিবিদ, পিএসইউ এবং মিডিয়াকে কিনেছেন। কিন্তু তারা আমার বড় ভাইকে কিনতে পারেনি ও কখনও হবে না।এই যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমি আমার বড় ভাইকে নিয়ে গর্বিত। লোকেরা তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু ঈশ্বর তাকে নিরাপদে রাখবেন। কারণ তিনি দেশের জন্য লড়াই করছেন এবং সত্যের পথে রয়েছেন। তিনি বলেন, যাত্রা যখন পাঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মানুষের মনে রাখা উচিত যে, ঐক্যই উন্নয়নের চাবিকাঠি। প্রিয়াঙ্কা বলেন, ‘বিজেপি তার (রাহুল গান্ধীর) ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্তু কেউ আমার ভাইকে কিনতে পারবে না।লোকেরা বলে, রাহুল গান্ধি শীতকালেও ঠান্ডা অনুভব করেন না। কারণ “তিনি সত্যের ঢাল পরেছেন। প্রিয়াঙ্কা বলেন, কন্যাকুমারী থেকে ৩,০ কিলোমিটার পথ অতিক্রম করে ইউপিতে প্রবেশ করা এই যাত্রাকে স্বাগত জানাতে পেরে তিনি গর্বিত। তিনি আরও বলেন, রাহুল ‘ঘৃণার বাজারে’ ভালোবাসা ছড়িয়ে দিতে ‘দোকান’ খুলেছেন ও জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য মিছিল করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct