নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: গঙ্গা ভাঙনে ক্ষতির মুখে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন সই সংগ্রহ করে সংশ্লিষ্ট সব দপ্তরে জমা দেবে। সোমবার দুপুর দুটো থেকে গঙ্গাবক্ষে অবস্থান করেন এলাকাবাসী। ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সকল মানুষের সই সংগ্রহ করে কর্তৃপক্ষকে জমা দেবেন বলে জানা গেছে। জানানো হবে মুখ্যমন্ত্রী সহ গঙ্গা অ্যাকশন প্ল্যান কমিটির সদস্যদের। উপস্থিত ছিলেন শুক্লা মালাকার, ড. তরুণ সিংহ, পরমেশ ব্যানার্জি, শ্যামল নাগ, পরিবেশপ্রেমী উত্তম চ্যাটার্জি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct