জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: বুনো হাতি তাড়াতে গিয়ে দীর্ঘ ১২ বছর পূর্বে হাতির কবলে পড়ে কোমর ও শিরদাঁড়া ভেঙ্গে গিয়ে শয্যাশায়ী হন একজন হুলা পার্টি। ঘটনাটি,পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পীড়রগড়িয়া গ্রামের। বন্য হাতির কবলে পড়ে কোমর ও শিরদাঁড়া ভেঙ্গে শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকেন তিনি বছরের পর বছর। বাড়ির সর্বস্ব বিক্রি করেও তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে আর্থিক অনটনের কারণে বাড়ির মধ্য চিকিৎসার অভাবে শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকেন তিনি। মহেন্দ্র মাহাতো জানান,অনেক নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলকে জানিও কোন রকম সাহায্য মেলেনি। বাঘমুন্ডি বিধান সভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতোর তৎপরতায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়। আমি এক থেকে দুমাস চিকিৎসা হওয়ার পর এখন অনেকটা সুস্থ হয়েছি। এছাড়া এখন আমি বসতেও পারছি । নেপাল মাহাতো কে আমার অসংখ্য সাধুবাদ
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct