আপনজন ডেস্ক: ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টায় আবারও গুরুতর রাজনৈতিক সংকটে আরব বসন্তের সূতিকাগার তিউনিশিয়া। ঢালাও বয়কটের প্রেসিডেন্ট নির্বাচনে কায়েস সৈয়দকে বিজয়ী ঘোষণার জেরে গণআন্দোলনের ডাক দিয়েছে বিরোধী জোট। স্মরণকালের সর্বনিম্ন ভোটার উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার পর শনিবার দিন শেষে কায়েস সৈয়দকে আবার বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানায়, ভোটার উপস্থিতি ছিলো ৮৮ লাখের কিছু বেশি যা মোট নিবন্ধিত ভোটারের ৯ শতাংশ। একে ব্যর্থ নির্বাচন উল্লেখ করে কায়েসকে অবৈধ প্রেসিডেন্ট বলেছেন বিরোধী রাজনৈতিক জোটের প্রধান নাজিব শাব্বি। অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে ডাক দিয়েছেন গণআন্দোলনের। ২০১৯ সালে প্রেসিডেন্টের শপথ নেওয়া কায়েস ২০২১ সালের জুনে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে পার্লামেন্টের কার্যক্রম বিলুপ্ত করেন। এরপর থেকেই সরকার বিরোধী প্রতিবাদ কর্মসূচি চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct