নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মামলার শুনানি চলাকালীন জানালেন -' স্কুল সার্ভিস কমিশন কে নিজের ভুল শুধরে নিতে হবে । তা হলে আর সিবিআইয়ের প্রয়োজন হবে না'। বৃহস্পতিবার বিচারপতি এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেন, -'ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে চাকরি বাতিল করুন।নিজেদের ভুল নিজেরা শুধরে নিলে ভাল হয়'। বৃহস্পতিবার কর্মশিক্ষায় নিয়োগ সংক্রান্ত একটি শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, '' স্কুল সার্ভিস কমিশনের কাজে কোনও ভুল হয়ে থাকলে, তা শুধরে নিয়ে তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, কমিশনের কাছে সব তথ্য রয়েছে। কোনটা ঠিক বা কোনটা ভুল তা তারাই জানে।'' এর পরেই বিচারপতির পরামর্শ, - ''ভুয়ো শিক্ষকদের খুঁজে বার করে তাঁদের বাতিল করুন। তা হলে সিবিআইয়ের প্রয়োজন হবে না। কমিশন নিজের ক্ষমতা স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবহার করুক।'' উল্লেখ্য, গত ২০১৬ সালে কর্মশিক্ষা বিষয়ে ৫১ জনের প্যানেল প্রকাশ করা হয়। অভিযোগ ওঠে, প্যানেলে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই কম নম্বর থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন। এই অভিযোগ জানিয়ে চার জন কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এই মামলায় এসএসসির আইনজীবী স্বীকার করে নেন, -' একটি ভুল হয়ে গিয়েছে'। সে প্রসঙ্গেই বিচারপতি বিশ্বজিৎ বসু এদিন এজলাসে জানিয়েছেন, -' ভুল থাকলে পরে সেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের'। বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী সোমবার ওই 'ভুয়ো' শিক্ষকদের তালিকা জমা দিতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct