অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ডাঙ্গারহাট হাইস্কুলে অনুষ্ঠিত হল সাধারণ সভা। মূলত কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে ও ৪ নং রামকৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই সাধারণ সভার আয়োজন করা হয়। এদিনের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান নিখিল সিংহ রায়, সভাপতি মৃণাল সরকার, কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি উজ্জ্বল বসাক, কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরা হোসেন মন্ডল, ৪নং রামকৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আনিছুর রহমান সরকার সহ ব্লক ও অঞ্চলের অন্যান্য নেতৃত্ব।সাধারণ সভার আগে পঞ্চম তৃণমূল কংগ্রেস কমিটির তরফে একটি রেলি বের করা হয়। এলইডি গোটা এলাকা পরিক্রমা করে ডাঙ্গারহাট হাই স্কুলের সামনে এসে শেষ হয়। এরপরই শুরু হয় সাধারণ সভা যেখানে বক্তব্য রাখেন সমস্ত পদাধিকারীরা। এ বিষয়ে কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি উজ্জ্বল বসাক জানান, আজ কুমারগঞ্জ ব্লকের ৪ নং রামকৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির তরফে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা এগিয়ে চলেছি। এ বিষয়ে দক্ষিনেশপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার জানান, আজকের এই সাধারণ সভায় প্রত্যেকটি বুথ থেকে অনেক কর্মীরা এখানে এসেছেন। ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফে প্রত্যেকটি অঞ্চলে কর্মীসভা চলছে। আজকে তার শেষ দিন। সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত জায়গায় আমাদের থামতে ছিল সে জায়গাগুলোতে আমরা রিকভারি করে বিষয়ে সম্পূর্ণ আশাবাদী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct