দোয়া চাই
মির মহঃ ফিরোজ
মাগো! সততা যে এখন সোনার পাথর বাটি,
অমূল্য না মূল্যহীন বোঝা যে কঠিন,
সততার নীতি পাঠ দিয়ে তুমি চলে গেলে যে স্থায়ী ঠিকানায় ----
কষ্ট সহে সহে --- অসহায় ভাবে ; এখন কেমন আছো, তা আমি জানিনা।
তোমার নির্দেশ মেনেই চলার চেষ্টা করি সদাই,
পরের জিনিসে কোনই লোভ নেই -- এখনো অবধি,
কিন্তু কতদিন এভাবে চলতে পারবো --- তা জানিনা,
কষ্ট সহে সহে হাড় জিরজিরে হয়ে, পরিবার নিয়ে কষ্টে যে দিন কাটাই।
লোকে আমার বোকা বলে ; মিটিমিটিয়ে মুচকি হাসে,
হাসে , হাসুক ; ক্ষতি নেই। তোমার কথা যেন মেনে চলি সদাই ---
অবৈধ আয় ক্ষতির কারণ ; মানুষ --- মানুষ থাকে না যে,
যত কষ্টই হয় হোক ; পাপ কাজ থেকে বেঁচে থাকার দোয়া যে চাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct