মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর ভাঙ্গা মসজিদ অবস্থিত । সুলতানি যুগের মসজিদ ভেঙে পড়ে থাকার কারণেই এই মসজিদের নামকরণ হয়েছে ভাঙ্গা মসজিদ। সমস্ত সম্পত্তি এমনকি মসজিদ ঈদগা প্রভাবশালী গায়েরকম ব্যক্তি নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছিলেন। বর্ধমান শহরের কিছু ব্যক্তি তার প্রতিবাদ করলে বর্তমানে মসজিদ আর ঈদগা উদ্ধার করা সম্ভব হয়েছে। সুলতানি যুগের এই মসজিদের এই অবস্থা এখন একটু দূরীভূত হয়েছে। মানুষের সহযোগিতায় মসজিদকে দ্বিতল করা হয়েছে। কিন্তু মসজিদের বেশিরভাগ সম্পতি উদ্ধার করা সম্ভব হয়নি। বর্ধমান শহরের প্রাচীন বেশিরভাগ মসজিদগুলির এই একই অবস্থা। তাদের সম্পত্তিগুলো উদ্ধারের জন্য এখনো পর্যন্ত সেভাবে ব্যবস্থা করা যায়নি। সব চেয়ে বড় ব্যাপার ওয়াকফ বোর্ড বা প্রশাসনিক দপ্তরের কাছ থেকে এই সব দখলিকার সম্পত্তি উদ্ধার করতে বড় ভূমিকা নিতে দেখা যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct