সুব্রত রায়, কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে জনসংযোগের জন্য একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নন্দীগ্রামে চাটাই বৈঠকের কর্মসূচি নিয়েছে জোড়াফুল শিবির। এবার উত্তরবঙ্গে আদিবাসী এলাকায় জনসংযোগের জন্য ‘উঠোন বৈঠক’ এর সিদ্ধান্ত নিল তৃণমূল। এই কর্মসূচির মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অভাব অভিযোগের কথা শুনবেন তৃণমূলের নেতারা। একইসঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও মানুষকে জানাবেন।
উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা দিয়ে এই কর্মসূচি শুরু হতে চলেছে। আদিবাসী বাড়িগুলিতে গিয়ে তাদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরবে জোড়াফুল শিবির। বিজেপি যে ভুল বোঝাচ্ছে-এই বার্তাও দেওয়া হবে। প্রসঙ্গত উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে যথাক্রমে ৯ টি ৬ টি ব্লক। মোট ১৫টি ব্লকের মধ্যে একাধিক ব্লক আদিবাসী অধ্যুষিত।
আর তাই পঞ্চায়েত নির্বাচনে আদিবাসীদের মন পেতে এবার তাঁদের দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ করতে চাইছে রাজ্যের শাসকদল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িও দিনাজপুর জেলায়। তাই দিনাজপুর দিয়েই এই উঠোন বৈঠক শুরু করে বিজেপিকে বেকায়াদায় ফেলতে চাইছে তৃণমূল। গ্রামের বেশ কয়েকটি বাড়ি বাছাই করে এই কর্মসূচি শুরু করা হবে। ইতিমধ্যে এই কর্মসূচির জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে।
বিষয়টি নিয়ে তিনি বলেছেন, ‘আমরা যে সকলের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই, কাউকে অসম্মান বা ভেদাভেদ যে করি না-সেটাই এইভাবে আমরা কর্মসূচির মাধ্যমে পালন করছি।’ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম সফর করেছেন। জঙ্গলমহল সফরে নিজে আদিবাসী বাড়িতে গিয়ে সরাসরি কথা বলেছেন স্থানীয় মানুষজনের সঙ্গে। শুনেছেন তাঁদের অভাব অভিযোগ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct