সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ , রামপুরহাট, আপনজন: আবাস যোজনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন স্থানে শাসক বিরোধী দলের পক্ষ থেকে স্বজনপোষণ দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিযান অব্যাহত। সেরূপ বৃহস্পতিবার বীরভূম জেলা সিপিআইএম কমিটির উদ্যোগে এবং রামপুরহাট শাখার পক্ষ থেকে রামপুরহাট মহাকুমা শাসকের দপ্তর অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়। লাল পতাকা সজ্জিত বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত ব্যানার সহযোগে এদিন মিছিল সংগঠিত হয়। রামপুরহাট ডাকবাংলো মোড় থেকে মিছিল শুরু হয়ে সমগ্র শহর পরিক্রমা করে এবং মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে ধর্না অবস্থানের পাশাপাশি বিক্ষোভ সভা হয় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়।এদিন বিক্ষোভ মিছিল থেকে যে সমস্ত দাবিতে মিছিল সংগঠিত হয় তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল
আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণ চলবে না, প্রকৃত প্রাপক প্রত্যেক গৃহহীনদের বাড়ি দিতে হবে, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী পরিষেবার হাল ফেরাতে হবে। এদিনের বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিআইএমের জেলা নেতৃত্ব
দীপঙ্কর চক্রবর্তী, সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক এবং সভাপতিত্ব করেন অরূপ বাগ।