আপনজন ডেস্ক: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ছত্তিশগড়ে বিজেপি ক্ষমতায় এলে ‘লাভ জিহাদ’ ও গরু চোরাচালানের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ছত্তিশগড়ের কাওয়ার্ধা বিধানসভা কেন্দ্রে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ কংগ্রেসকে ‘দেশ, সমাজ ও জনগণের জন্য সমস্যা’ বলে অভিহিত করেন।ছত্তিশগড়ে ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেসের জয়কে ‘ভুল’ বলে উল্লেখ করে তিনি দাবি করেন, রামনবমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে এবং ‘লাভ জিহাদ’-এর বিরোধিতাকারী এক কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে। সেখানে লাভ জিহাদ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে এবং ধর্মান্তরের বিরুদ্ধে একটি আইন তৈরি করা হয়েছে। কেউ অবৈধভাবে ধর্মান্তরিত হতে পারবে না। কেউ যদি এ ধরনের কাজ করে, তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে।‘লাভ জিহাদ’ শব্দটি ডানপন্থী কর্মীরা হিন্দু মহিলাদের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার জন্য মুসলিম পুরুষদের ষড়যন্ত্রের অভিযোগ করার জন্য ব্যবহার করে। ছত্তিশগড়েও ডাবল ইঞ্জিনের সরকার গঠনের অনুমতি দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। যোগীর অভিযোগ, তারা (কংগ্রেস) লাভ জিহাদ, গরু চোরাচালান, খনি মাফিয়ার নামে আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছে। তাইউত্তরপ্রদেশের মতোই এই ধরনের কাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কোনো সমস্যা হবে না, বলে দাবি করেন তিনি।ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক রয়েছে। উত্তর প্রদেশের মানুষের কাছে ছত্তিশগড় তাদের মাতৃভূমির মতো। আদিত্যনাথ বলেন, এই রাজ্য ভগবান রামের মাতৃভূমি এবং মাতা কৌশল্যের পৈতৃক বাড়ি।কাওয়ার্ধা কাশীর (বারাণসীর প্রাচীন নাম) মতোই পবিত্র, কিন্তু দুষ্টুভাবে তারা (কংগ্রেস) আকবরের (বর্তমান কংগ্রেস বিধায়ক ও মন্ত্রী মোহাম্মদ আকবর) মতো একজন ব্যক্তিকে এখানে স্থাপন করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct