আপনজন ডেস্ক: সাপ্তাহিক নতুন গতি আয়োজিত্ ৩৮ তম সাহিত্যের অভিনব বনভোজন পরম্পরা হিসেবে পালিত হল রবিবার হাওড়া জেলার বাগনান থানার পশ্চিম বাইনান খাদিজাতুল কুবরা গার্লস মিশন প্রাঙ্গণে। চিরাচরিত নিয়ম অনুযায়ী সভা শুরু হয় কোরআন পাঠ দিয়ে। নতুন গতির এই বনভজোন একদিকে যেমন কবিতা পাঠের আসর, গুণীজন সংবর্ধনা, অপরদিকে খাওয়া দাওয়া পর্ব, সবমিলিয়ে এক আনন্দমুখর পরিবেশ হয়ে ওঠে এই বনভোজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড, মিরাতুন নাহার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে, সৌমিত্র দস্তিদার, মাওলানা আজাদ একাডেমীর সম্পাদক মহম্মদ ফারুক, কেজিএন মার্বেল গ্রুপের কর্ণধার আলহাজ্ব সেখ সিরাজুল হক, নতুন গতির সম্পাদক এমদাদুল হক নুর, সহ সম্পাদিকা মনিরা খাতুন সহ কবি সাহিত্যিক শিক্ষাবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। এদিন বনভোজন অনুষ্ঠানে তিনজনকে সংবর্ধনা দেওয়া হয় নতুন গতির তরফ হতে। যথাক্রমে সমাজসেবী ড, শামীনা মল্লিক, সমাজসেবী বাউজুল ইসলাম,বাচিক শিল্পী সাদেকুল করিমকে। এছাড়া উপস্থিত ছিলেন প্রাবন্ধিক এটিএম রফিকুল হাসান, পতাকা শিল্প গোষ্ঠীর অন্যতম আধিকারিক আবু তালেব মোল্লা, খাদিজাতুল কুবরা গার্লস মিশনের সম্পাদক ওয়াহিদু্দ্দীন মাহবুব মোল্লা, নাবাবিয়া মিশনের সম্পাদক শেখ সাহিদ আকবর, সাহিত্যিক ইসমাইল দরবেশ, কবি কেতকি মির্জা, আব্দুল মান্নান, সালেহা খাতুন, বিলকিস সুলতানা, অাজাহারউদ্দিন প্রমুখ। আমন্ত্রিত অতিথিরা সাহিত্যের অভিনব বনভোজনের নতুনত্ব নিয়ে ও সাহিত্য সংস্কৃতির চর্চা নিয়ে যে কাজ করে চলেছে নতুন গতি, সে কথা তুলে ধরেন। খাদিজাতুল কুবরা গার্লস মিশনের ছাত্রীরা দেশাত্মবোধক গান, সংগীত, কবিতা, পরিবেশন করে এছাড়াও বিভিন্ন জেলার কবি সাহিত্যিকরা তারা নিজেদের কবিতা পাঠ করে। সব মিলিয়ে আনন্দমুখর হয়ে উঠেছিল নতুন গতির সাহিত্যের অভনব বনভোজন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজতবা আল মামুন, সুবিদ আব্দুল্লাহ, আনজুম মুনীর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct