আপনজন ডেস্ক: মালিতে বন্দুকধারীদের হামলায় ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির মোপ্তি গ্রামে স্থানীয় সময় শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা বিকেলে বান্দিয়াগাড়া শহরের কাছে ইয়ারু গ্রাম লক্ষ্য করে হামলা চালায়। একটি সূত্র ফোনে জানিয়েছে, সশস্ত্র লোকজন গ্রামে ঢুকে পড়ে এবং লোকজনের উপর এলোপাতাড়ি গুলি চালায়। ওই সূত্রটি জানায়, সেখানে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।