আসিফা লস্কর, ডায়মন্ড হারবার, আপনজন: প্রায় সময় অফিসে গিয়ে শুনতে হচ্ছে বসের বকাঝকা এমনকি কর্মক্ষেত্রে গিয়েও কর্মচারীদের শুনতে হচ্ছে নানান কটু কথা। প্রত্যেকদিন তো একই অজুহাত দেয়া যায় না যে ট্রেন দেরিতে এসেছে। একই অজু হাতও কেউ বিশ্বাস করবে না। কিন্তু সপ্তাহের বেশিরভাগ সময়ই স্বাভাবিকের থেকে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট ট্রেন দেরিতেই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। এর ফলে সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা। রেল প্রশাসনকে জানিও কোনরকম কাজ হয়নি এবার বাধ্য হয়েই সপ্তাহের তৃতীয় দিনে কার্যত ভোর থেকে রেল অবরোধে নেমে পড়েছে নিত্যযাত্রীরা। এর ফলে বুধবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল ভোর থেকেই বন্ধ। অবরোধের জেরে কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ থেকে শিয়ালদহ দক্ষিণ শাখা ডায়মন্ডহারবার রেলস্টেশনে নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন। অবরোধকারীদের দাবি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল যেন করে। মূলত অবরোধকারীরা জানান যে এই অবরোধ কর্মসূচি বারোটা পর্যন্ত চলবে। এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আছে রেলের আধিকারিকেরা রেলের আধিকারিকদের সাথে বেশ কয়েক দফা কথা হয় অবরোধকারীদের। কিন্তু নিজেদের দাবিতে অনর থাকে অবরোধকারীরা। অবরোধকারীদের দাবি যে সঠিক টাইমে চলুক ট্রেন।এর দু'দিন আগেই ডায়মন্ড হারবার লোকালে ধোঁয়া দেখা গিয়েছিল। যার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। সেই ঘটনাটি ঘটেছিল সুভাষগ্রাম স্টেশনে। দেখা যায়, কামরার নীচে চাকার কাছে আগুনের ফুলকি বেরোচ্ছে। পরে অবশ্য সেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সেই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল। জানা যায়, গত ২৮ জুলাই আপ ডায়মন্ডজ হারবার লোকল তখন সুভাষগ্রাম স্টেশনে ঢুকছিল। তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরাই ট্রেনের নীচে ফুলকি দেখতে পান। এরপর ধোঁয়া বেরোতে দেখা যায়। এর জেরে যাত্রীরা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনে থাকা যাত্রীদের নামিয়ে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক এং কর্মীরা।
পরবর্তীকালে জানা যায়, ব্রেক বাইন্ডিংয়ের জেরে কামরার নীচে আগুনের ফুলকি দেখা গিয়েছিল এবং ধোঁয়া বেরোতে শুরু করেছিল। রেলকর্মীরা অবশ্য পরে সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ট্রেনটি পরীক্ষা করে ফের গন্তব্যের উদ্দেশে রওনা করে দেওয়া হয়। এদিকে এই ঘটনার জেরে বারুইপুর, লক্ষীকান্তপুর, নামখানা কাকদ্বীপগামী লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল সেদিন। পরপর ট্রেন দাঁড়িয়ে যায় এক একট স্টেশনে। অবশ্য সুভাষগ্রামে দাঁড়িয়ে থাকা ডায়মন্ড হারবার লোকালের চাকা ফের গড়াতেই রেল চলাচল স্বাভাবিক হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct