নিজস্ব প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ, আপনজন: প্রতি বছরের মত এবছরও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক উপসমিতি ও আই. কিউ.এ. সি. এর যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে। এই অনুষ্ঠানের সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন। স্বাগত ভাষণ দেন সাংস্কৃতিক উপ সমিতির আহ্বায়ক ড. ঈশিতা দে। এই অনুষ্ঠানটি নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে। এই অনুষ্ঠানের বিশেষত্বও চোখে পড়ার মত। বাংলা কবিতা পাঠ করেন ড. মায়া মজুমদার, হিন্দি কবিতা পাঠ করেন ড. পল্লবী সিনহা দাস, নেপালি ভাষায় কবিতা পাঠ করেন অধ্যাপক শ্রী সুমন তামাং, অসমীয়া ভাষায় কবিতা পাঠ করেন ড. পারমিতা সরকার, আরবি ভাষায় কবিতা পাঠ করেন ছাত্রী মালিহা মুমতাজ, সংস্কৃত ভাষায় কবিতা পাঠ করেন ড. ঈশিতা দে, ভোজপুরি ভাষায় কবিতা পাঠ করেন অধ্যাপিকা মনামি মুখার্জী, ককবরক ভাষায় কবিতা পাঠ করেন ড. কিঙ্কর মণ্ডল, ব্রজবুলি ভাষায় কবিতা পাঠ করেন অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, বাংলা ভাষার আঞ্চলিক রূপে কবিতা পাঠ করেন মহঃ গোলাম মর্তুজা।
অনুষ্ঠানে এই অভিনব উদ্যোগ শ্রোতা ও দর্শকদের মনোগ্রাহী হয়ে ওঠে। অনুষ্ঠানে ভাষাদিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন ছাত্র সন্দীপ চক্রবর্তী। সদ্য প্রাক্তন ছাত্র কমল পাত্র তার কথা বলা পুতুল নিয়ে মাতৃভাষা সম্পর্কিত এক অভিনব নিবেদন রাখে। মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ভূগোল বিভাগ পৃথকভাবে মাতৃভাষা দিবস: অতীত থেকে বর্তমান’ ও ‘ভাষা দিবসের পটভূমি ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠান পরিবেশন করে। অধ্যক্ষ ১৯৫২ এর অনালোচিত পাঁচজন নারীর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আত্মদানের ইতিহাস ব্যক্ত করেন। অধ্যাপক দেবপ্রসাদ ঘোষ নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুবাবে সঞ্চালনা করেন অধ্যাপক ড. কিঙ্কর মণ্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct