আপনজন ডেস্ক: রোহিত শর্মার মুকুটে এবার যোগ হল নতুন সম্মান। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব খেলরত্নের জন্য নির্বাচিত হলেন রোহিত শর্মা। আইপিএল খেলতে আমিরশাহী উড়ে যাওয়ার দিনেই এই খবর পেলেন জাতীয় দলের সহ-অধিনায়ক।
গত বছর ২০১৯ সালটা রোহিতে জন্যে দুর্দান্ত কেটেছে। প্রসঙ্গত ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল রোহিতের। ২০১৯ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক হন (৬৪৮ রান) রোহিত শর্মা।
Thank you for all your wishes and lots of love. pic.twitter.com/vbKaTbfwd7
— Rohit Sharma (@ImRo45) August 22, 2020
গত বছর টেস্টে ওপেনার হিসেবে অভিষেক হওয়ার পর পুরোপুরি পাল্টে গেছে তার টেস্ট ক্যারিয়ার । ২০১৯ সালে খেলা ৫ টেস্টে রান ৫৫৬, গড় ৯২.৬৬! অন্যদিকে ২০১৯ সালে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকও হন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। ৫৭.৩০ গড়ে ১ হাজার ৪৯০ রান করে হয়েছেন বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
দিনকয়েক আগে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খেলরত্নের জন্য এবার একমাত্র ক্রিকেটার হিসেবে রোহিতের নাম সুপারিশ করেছিল। শুক্রবার দেওয়া হয়েছে যার আনুষ্ঠানিক স্বীকৃতি। সাধারণত রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার দেওয়া হয়। তবে এবারই প্রথমবার সেটি হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে ভার্চুয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কারটি দেওয়া হয়।
দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন ২০২০ পুরস্কার পাওয়ায় রোহিত শর্মাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন তার নেটিজনরা। কার্যত তিনি আইপিএল খেলতে শুক্রবার স্ত্রী মেয়েকে নিয়ে দলের সঙ্গে আমিরশাহী উড়ে গিয়েছেন। সেদিনই তার ব্যস্ততার মধ্যে কেটে গিয়েছে যার ফলে দেশের সকল প্রান্ত থেকে শুভেচ্ছা জানানোর পর তার অনুরাগী দের প্রতিক্রিয়া দেতে পারেন নি। যার ফলে শনিবার টুইটারে ভিডিও বার্তার মাধ্যমে সকল অনুগামী দের ধন্যবাদ জানালেন হিট ম্যান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct