আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের জন্য অসমে দীর্ঘদিন ধরে সব স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় বন্ধ। এর ফলে পড়াশুনা শিকেয় উঠেছে। যদিও অনলাইনে ক্লাস কিছুটা হলেও খামতি মেটাচ্ছে। কিন্তু দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ না থাকায় সমস্যায় বহু পড়ুয়া। তাই এভাবে পড়ুয়াদের পড়াশুনার ক্ষতি দীর্ঘদিন ধরে চান না অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
মঙ্গলবার অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় ১ সেপ্টেম্বর থেকে খুলতে হবে। আর শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের অবশ্যই উপস্থিত হতে হবে। সাংবাদিক সম্মেলনে এই ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি জানান, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের প্রত্যেকের কোভিড-১৯ টেস্ট করতে হবে ২১ থেকে ৩০ আগস্টের মধ্যে। তিনি বলেন, বুঝতে পারছি করোনা সংক্রমণের জন্য বহুদিন ধরে বাড়িতে বসে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ১ সেপ্টেম্বর যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা যোগ দেবে না তাদের বিনা বেতনে ছুটি হিসেবে ধরা হবে।
তবে, অসমের শিক্ষামন্ত্রী বলেন, যদিও পুরো বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্তের উপর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct