চেন্নাইয়ের ফক্সকোন প্ল্যান্টে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপলের অন্যতম প্রধান পণ্য আইফোন ১১-এর উৎপাদন শুরু হয়েছে। অ্যাপল পর্যায়ক্রমে চেন্নাইয়ের প্ল্যান্টে তাদের পণ্যের উৎপাদন বাড়াবে এবং ভবিষ্যতে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন রপ্তানিও করতে পারে। ভারতে উৎপাদন হলেও এখনও আইফোনের দাম কমায়নি মার্কিন প্রতিষ্ঠানটি। কারণ, তারা চীনের তৈরি আইফোনও বিক্রি করছে। তবে ভারতের তৈরি ফোনে ২২ শতাংশ আমদানি শুল্ক দেওয়ার প্রয়োজন না হওয়ায় ভবিষ্যতে এর দাম কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দামে থাকবে বিশাল ছাড়। এছাড়া, বেঙ্গালুরুর কাছে উইসট্রোন প্ল্যান্টে নতুন করে আইফোন এসই উৎপাদনেরও চিন্তাভাবনা করছে অ্যাপল। এ প্ল্যান্টটিতে আগেও আইফোন এসই মডেলের উৎপাদন হতো, যা পরে তা তুলে নেওয়া হয়। এ প্রকল্পের মাধ্যমে অ্যাপলের চীন নির্ভরতা কমবে বলে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct