আপনজন ডেস্ক: আল ফাতেহ স্টেডিয়ামে গত রাতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর। সৌদি প্রো লিগে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করল ক্লাবটি। এই ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
তাঁর ভেরিফায়েড ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়, এই ‘অধ্যায় শেষ’। বাংলাদেশ সময় রাত আড়াইটার কিছু পর রোনাল্ডোর তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে এই পোস্ট করা হয়। আল নাসরের সঙ্গে রোনাল্ডোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২২ সালে আল নাসরে যোগ দেন। ফিফা ক্লাব বিশ্বকাপে রোনাল্ডোর খেলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয় কিছুদিন আগে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে বলেন, ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রোনাল্ডোর খেলার সম্ভাবনা নিয়ে ‘আলোচনা চলছে’। যদিও আল নাসর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে এ টুর্নামেন্টে শুধু আল হিলাল জায়গা করে নিতে পেরেছে। তবে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলকে ১ থেকে ১০ জুন পর্যন্ত বিশেষ দলবদলের সুবিধা দেওয়া হবে যেন তারা প্রয়োজনীয় খেলোয়াড় সই করাতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের জার্সি পরা রোনাল্ডোর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা হচ্ছে। সবার কাছে কৃতজ্ঞ।’
গত মাসে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রনটেলের কাছে হেরে বিদায় নেয় আল নাসর। সৌদি প্রো লিগে এবার ক্লাবটি তৃতীয় হলেও ৩০ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। পাঁচবার ব্যালন ডি’অরজয়ী এ ফরোয়ার্ড গত বছর বলেছিলেন, তিনি আল নাসরেই ক্যারিয়ার শেষ করতে পারেন। রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলবেন। ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিডকে দেওয়া সাক্ষাৎকারে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছিলেন, ‘ক্লাব বিশ্বকাপে রোনাল্ডো একটি দলের হয়ে খেলতে পারেন। কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে। কে জানে কোনো ক্লাব হয়তো আগ্রহী হয়ে রোনাল্ডোকে নিয়েও নিতে পারে।’
স্প্যানিশ সংবাদমাধ্যম কিছুদিন আগে জানিয়েছিল, কনক্যাকাফ অঞ্চল থেকে এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যাওয়া মেক্সিকান ক্লাব মন্তেরি রোনাল্ডোকে কিনতে আগ্রহী। যদিও এ নিয়ে ক্লাবটির কেউ এখনো মুখ খোলেননি। তবে মরক্কোর উইঙ্গার নরদিন আমারবাত দিয়েছেন অন্য খবর। হাল সিটি থেকে মরক্কোন ক্লাব ওয়াইদাদ এসিতে যোগ দেবেন তিনি। ডাচ্ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে আমারবাত জানিয়েছেন, ওয়াইদাদ রোনাল্ডোকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। আমারবাতের কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্লাব বিশ্বকাপের জন্য ওয়াইদাদ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কেনার চেষ্টা করছে, এই খবর সত্যি কি না?
আমারবাত বলেন, (ক্লাব) সভাপতি উচ্চাভিলাষী এবং তিনি কিছু বড় তারকাকে সই করানোর চেষ্টা করছেন। এটা সত্য যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাঁদের একজন। মরক্কো থেকে ওয়াইদাদ এবার ক্লাব বিশ্বকাপে অংশ নেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct