ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে প্রায় ৯০০০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিলেন কিংফিশার কর্তা বিজয় মাল্য। তাকে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মামলা চলছে ব্রিটিশ আদালতে। সেই মামলায় বৃহস্পতিবার লন্ডনের রয়েল কোর্ট অফ জাস্টিসে শুনানিতে বিজয় মাল্য ভারতীয় ব্যাংকগুলোর উদ্দেশ্যে আর্জি জানালেন আপনারা মূল ঋণের টাকা নিয়ে নিন। আমি একশো শতাংশ টাকাই দিয়ে দেব।
তিনি অভিযোগ করেন, ইডি ও সিবিআই তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ব্যাংককে টাকা ফেরত দিতে চাইলেও ইডি বা সিবিআই সে পথে যাচ্ছে না, সম্পত্তি ক্রোকের দিকেই রয়েছে। একই সম্পত্তি নিয়ে ব্যাংক টাকা চাইছে আর যদি সিবিআই সম্পত্তি ক্রোক করছে। এটা সঠিক পথ নয় বলে তিনি মন্তব্য করেন।
বিজয় মাল্যর আর্জি শুনেছেন বিচারপতি স্টিফেন ইরওইন ও বিচারপতি এলিজাবেথ লিং। আগামী কয়েক সপ্তার মধ্যে এই শুনানি শেষে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct