সেখ মহম্মদ ইমরান, ঘাটাল, আপনজন: ফি বছর বর্ষা এলেই বন্যায় ভাসে ঘাটাল মহকুমা। এই বছরও তার অন্যথা হল না। ঘাটালের বুক চিরে বয়ে যাওয়া শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছিলো ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। প্লাবিত হয় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কও। এর ফলে ঘাটাল জুড়ে সাধারণ মানুষের মধ্যে দুর্ভোগ প্রচন্ড আকার নিয়েছিল। বন্যা কমলেও দুর্ভোগ কমেনি। তাই ছুটে গেল ২০১৭ সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
সোমবার ঘাটালের ইড়পালা অঞ্চলের জয়ভাগ ও শ্যামচক গ্রামে ত্রাণ প্রদান করা হলো। এদিন দুই গ্রামের চার শতাধিক পরিবারে হাতে মশারি, শুকনো খাবার, ব্লিচিং পাউডার, সাবান ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের নেতৃত্বে থাকা সেখ হাফিজুর রহমান ও নাসিম জাভেদ বলেন ২০১৭ সালে নিযুক্ত পশ্চিম মেদিনীপুরে প্রাথমিক শিক্ষকবৃন্দ উদ্যোগী হয়ে সোমবার ঘাটালের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এদিন স্থানীয় বাসিন্দা কালীপদ হাজরা বলেন, প্রতিবছর বন্যা এলেই দুর্ভোগের সীমা থাকে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct