অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: মডেল গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার জন্য গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতকে নির্মল তথা মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে প্রতিটি গ্রাম সংসদ এর সদস্য, ভিআরপি, ভিসিডি, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, স্বনির্ভর দল গুলিকে নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন, কুমারগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পবিত্র বর্মন, সাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম, সচিব বাপ্পা দত্ত। এছাড়াও প্রশিক্ষক হিসেবে জেলার মাস্টার ট্রেইনার মিজানুর রহমান এবং ব্লক স্তরের প্রশিক্ষক মিন্টু মন্ডল উপস্থিত ছিলেন।স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) প্রকল্পে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ সলিড এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয়ে যথাযথ ধারণা গড়ে তুলতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এবিষয়ে প্রশিক্ষক মিজানুর রহমান বলেন, ‘বাড়ির চারপাশে এবং বাজার, হাট, রাস্তাঘাট কোথাও প্লাস্টিক আবর্জনা না ফেলার বিষয়ে বলা হয়েছে। বাড়িতে, দোকানে, পচনশীল ও অপচনশীল বর্জ্য গুলিকে আলাদা আলাদা করে রাখার পরামর্শ দেয়া হয়। যথা সময়ে সেগুলি সলিড এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় গ্রাম পঞ্চায়েতের তরফে সংগ্রহের ব্যবস্থা করা হবে।’
অন্যদিকে, এ বিষয়ে কুমারগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীবাস বিশ্বাস জানান, ‘কুমারগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে এই প্রশিক্ষণ শিবির করা হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct