সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যর মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য রাজ্য সরকারের উদ্যোগে গ্রামের মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর দল তৈরি করে তাদেরকে আর্থিক সহায়তা করা হয়। আর সেই আর্থিক সহায়তা পেতে দশ জোনের গ্রুপ বানানোর মধ্যে মিটিংয়ের মাধ্যমে রেজ্যুলেশন করে ব্যাংকে এ্যাকাউন্ট খুলতে হয় তার পরে সেই অ্যাকাউন্টে দলের সকল সদস্যরা মিলে কিছু টাকা জমা করেন প্রতিমাসে।তার পরে তাদের কে ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া হয় আর সেই লোনের টাকা নিয়ে গোষ্ঠীর মহিলারা বিভিন্ন কাজে ব্যবহার করেন।সেই গোষ্ঠী করার জন্য গত চার বছর আগে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের টিউবরোজ নামের এক স্বনির্ভর গোষ্ঠী দল খুলেন।ভালোই চলছিল সেই গোষ্ঠী।হঠাৎ চার বছর পর শনিবার স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রীকে ব্যাংকের সামনে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়।বিক্ষোভ কারীদের অভিযোগ গত চার বছর আগে ১ লক্ষ ৪০ হাজার টাকার রেজ্যুলেশন করা হলেও মহিলারা পাই মাত্র ১ লক্ষ টাকা।আর সেই টাকা আত্মসাৎ করেছে দলের সভানেত্রী পাপিয়া,সেই কারণে পাপিয়া কে ঘিরে বিক্ষোভ দেখায়।
যদিও সভানেত্রী পাপিয়া খাতুন জানান যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভাবে মিথ্যা ও সাজানো। কারো কথায় এই ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। পাপিয়া আরও বলেন ৪০ হাজার টাকার যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ করতে চার বছর সময় লাগলো কেনো।আর গোষ্ঠীর টাকা ব্যাংক থেকে তোলার জন্য গোষ্ঠীর সকল সদস্য দের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই সিদ্ধান্ত রেজ্যুলেশন করতে হয় সেখানে সকলের স্বাক্ষর করতে হয় এবং তাদের তিন জন ব্যাংকে আসলেই তবেই ব্যাংক টাকা দেয় তাহলে যখন তারা টাকা কম পেলো কেনো অভিযোগ করল না,যে ১ লক্ষ ৪০ হাজার টাকার চেক দিয়ে মাত্র এক লক্ষ্য টাকা পেল। আর রেজ্যুলেশন এ কিভাবে স্বাক্ষর করল। যদিও এই বিষয়ে আগামী সোমবার ব্লক অফিসে বসার জন্য স্থানীয় প্রাক্তন প্রধান অনিরুদ্ধ ইসলাম বলেন। ঘটনায় ব্যাংক ম্যানেজার ধানরাজ মানশী বলেন আমি নতুন এসেছি এখানে এই বিষয়ে কিছু জানিনা।তবে ব্যাংকের রেকর্ডে আছে ১ লক্ষ ৪০ হাজার টাকা টিউবরোজ গোষ্ঠী তুলেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct