অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: মৎস্যজীবীদের নিয়ে বুধবার অনুষ্ঠিত হল বিশেষ কর্মশালা। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে আয়োজিত এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শুভজিৎ মন্ডল, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রেজিনা বিবি সহ জেলা মৎস্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। মূলত মৎস্যজীবীদের সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত করতে এবং মৎস্যজীবীদের সুবিধা, অসুবিধা সহ অন্যান্য নানা বিষয়ে জানবার জন্যই জেলা মৎস্য দপ্তরের তরফে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে, এদিনের এই কর্মশালায় জেলা থেকে প্রায় ১০০ জন মৎস্যজীবী উপস্থিত ছিলেন। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, ‘মৎস্যজীবীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে মৎস্য চাষীদের অবগত করবার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি অভিজ্ঞতদের মতামত জানতে চাওয়া হয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct