আপনজন ডেস্ক: আরো একটি মহামারির বিষয়ে সতর্ক করেছেন ব্রিটিশ সরকারের সাবেক বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স। তিনি বলেছেন, দ্রুতই আরো একটি মহামারি ধেয়ে আসছে। এজন্য তিনি ব্রিটিশ সরকারকে তা মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নিয়ে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করে তিনি বলেছেন, এটি মোকাবিলায় আমাদের এখনও কোনো প্রস্তুতি নেই।পাউইসে ‘হে উৎসবে’ অংশ নিয়ে বক্তৃতাকালে ভ্যালেন্স বলেন, ‘আমাদের একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি খুবই ভালো, কারণ এর মধ্য দিয়ে সমস্যাকে দ্রুতই সমাধান করা সম্ভব। তবে এ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত নতুন সরকারকে নতুন এক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে’।করোনা মহামারি মোকাবিলায় জি-৭ দেশগুলোর নেতাদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সবাই এক হয়ে কাজ করায় দ্রুতই করোনা মহামারি মোকাবিলা সম্ভব হয়েছে। এজন্য নতুন মহামারি মোকাবিলায় এসব দেশের আরো অধিক সচেতন হতে হবে।তবে কী ধরনের মহামারি আসতে পারে সে সম্পর্কে তিনি কিছু স্পষ্ট করেননি।তিনি বলেন, মহামারির কোনো সুনির্দিষ্ট চিহ্ন না থাকলে আমাদের প্রস্তুতি রাখতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct