আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: একাধিক চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইট ভাটার এক মালিকের বিরুদ্ধে। চাষিরা প্রতিবাদ করতে গেলে চাষীদের বেধড়ক মারধরের অভিযোগ। অন্যদিকে, চাষীদের তোলা অভিযোগ অস্বীকার করে ইটভাটার মালিকের ভাই সানোয়ার হোসেন, তার পাল্টা অভিযোগ, তাদের লেবারদেরকে বেধড়ক মারধর করেন চাষীরা। এই ঘটনায় শনিবার সকাল থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটে। নদিয়ার শান্তিপুর থানা এলাকার গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা। চাষীদের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে ওই পঞ্চায়েতের ভাগীরথী নদী সংলগ্ন চাষীদের জমি থেকে মাটি কেটে নিচ্ছিল পাশেই অবস্থিত ইটভাটার মালিক আনোয়ার হোসেনের লোকজন, সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাষীরা। বাধা দিতে গেলে ইটভাটার মালিকের লোকজন চাষীদের বেধড়ক মারধর করে, সাথে সাথেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে, সেখানেই তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তর করা হয়। চাষীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে চলে মাটিকাটা। চাষীরা একাধিকবার প্রশাসনকে জানিও কোন সুরাহা হয়নি। এই ঘটনায় শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী, যদিও পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চাষীদের দাবি, অবিলম্বে মাটিকাটা প্রতিরোধ করতে হবে, আর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। অন্যদিকে এই ঘটনায় ইটভাটার মালিকের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করেন, ওখানে মাটি কাটা হচ্ছিল না, জিসিপি দিয়ে মাটি কেটে জায়গা সমান করা হচ্ছিল। বেশ কিছু লোকজন মদ্যপান করে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। তাদের বোঝাতে গেলে দুপক্ষ শুরু হয় হাতাহাতি, এরপর ইট ভাটার বেশ কিছু লেবারদের কেউ মারধর করে চাষিরা। যদিও শুক্রবার রাতেই চাষীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়, আর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে পুলিশ। অন্যদিকে ইটভাটার মালিক পক্ষের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয় শান্তিপুর থানাতে। তবে এই ঘটনায় গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষের দাবী, তিনি প্রথমে খবর পান, তারপরে চাষীদের কে নিয়ে ঘটনাস্থলে যায়। আর এরপরে তাকেও আক্রান্ত হতে হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct