আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রেকর্ড বৃষ্টিপাতের পর বর্তমানে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। এরই মধ্যে ফের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, মঙ্গলবার থেকে ফের শিলাবৃষ্টিসহ ভারী বর্ষণ হতে যাচ্ছে বলে সতর্ক করেছে ওমানের ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টার।সিভিল এভিয়েশনের জারি করা ওয়েদার রিপোর্টে কয়েকটি অঞ্চলের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, মাস্কাট, আল বুরাইমি, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, আদ দাহিরাহ, আল দাখিলিয়াহ, উত্তর ও দক্ষিণ আল শারকিয়াহ এবং মুসান্দাম ব্যাপক মাত্রায় আক্রান্ত হতে যাচ্ছে।এসময় ওমানের বিভিন্ন অঞ্চলে ১০ থেকে ৩০ মিলিমিটারের বজ্রসহ বৃষ্টি, বজ্রঝড় এবং এর ফলে তৈরি প্লাবন জনজীবনে ফের ভোগান্তি বাড়িয়ে তোলার সম্ভাবনা রয়েছে।এদিকে পূর্বাভাস অনুযায়ী, এবারের বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে ৩ দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত। প্রবাসী ও নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, এবারও গত সপ্তাহের মত নিম্নাঞ্চল তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওয়াদিতে থাকবে তীব্র পানির স্রোত। সতর্ক না থাকলে যা প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে।এর আগে, গেল সপ্তাহের রোববার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও পরবর্তী বন্যায় ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়।প্রবাসী বাংলাদেশি, কোমলমতি স্কুলশিক্ষার্থীসহ ২১ জনের মৃত্যু হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, বাসাবাড়ির- যা সংস্কারে এখনো কাজ চলমান রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct