আপনজন ডেস্ক: কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ সোমবার শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমাদ আল-সাবাহকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ২০২০ সালের ডিসেম্বরের পর এ নিয়ে চতুর্থ প্রধানমন্ত্রী পেল মধ্যপ্রাচ্যের দেশটি।কুয়েতের আমির, এক আমিরি আদেশে শেখ আহমদকে মন্ত্রীসভা গঠনের জন্য নাম জমা দিতে বলেছেন। একইসঙ্গে সরকার গঠন করতে বলেছেন।মহামান্য আমির প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমাদ আল-সাবাহকে নতুন মন্ত্রিসভার বিষয়ে জাতীয় সংসদকে অবহিত করার নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পর আদেশটি কার্যকর হবে।সাবেক প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ সরকার গঠনের জন্য মনোনীত হওয়ার কয়েক মাস পরেই চলতি বছরের এপ্রিলে পদত্যাগ করেন। সে মাসেই নতুন মন্ত্রিসভা গঠিত হলে তার পদত্যাগ ছিল আনুষ্ঠানিকতা মাত্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct