নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: বৃহস্পতিবার বাংলা পক্ষ বাংলার যোগ্য চাকরি প্রার্থীদের সাথে কলকাতার নিজাম প্যালাসে স্টাফ সিলেকশন কমিটির রিজিওনাল অফিসে বিক্ষোভ কর্মসূচী পালন করে একটি ডেপুটেশন ডেপুটি ডিরেক্টরকে জমা দেওয়া হয়।আধাসেনা সহ বিভিন্ন চাকরির নিয়োগের ক্ষেত্রে জাল ডোমিসাইলের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এই সংগঠন। সংগঠনের তরফে জানানো হয়,সম্প্রতি সিআরপিএফ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের চাকরিতে বাংলার রাজ্য কোটায় বিহার-ইউপি থেকে ১৮৭৪ জন এবং ৩৬২৭ জন জাল ডোমিসাইল দিয়ে চাকরি পেয়েছে। ফলে ৫৫০০ জন আধাসেনা জওয়ানের চাকরি এবার বাতিলের মুখে। পাশাপাশি বাংলা পক্ষ দাবি তুলেছে জাল ডোমিসাইল দিয়ে বাংলার রাজ্য কোটায় চাকরি পাওয়া বিহার-ইউপি সহ অন্যান্য রাজ্যের ক্রিমিনালদের বের করে ওয়েটিং লিস্ট প্রকাশ করে বাংলার প্রকৃত ডোমিসাইল দের চাকরি দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত। ওদের জন্য সুবিচার চাই।অভিযোগ তোলা হয়েছে যে আধাসেনায় কোনো জাল ডোমিসাইল চলবে না।উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য ডাঃ আব্দুল লতিফ এবং বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীরা। গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি সহ চার সদস্যের প্রতিনিধি দল এসএসসির ডেপুটি ডিরেক্টরের সাথে দীর্ঘক্ষণ মিটিং করেন এবং স্মারকলিপি জমা দেন। এসএসসি থেকে জানানো হয়, তারা দিল্লির হেড অফিসে এই চিঠি পাঠাবেন যাতে বাংলার যোগ্য চাকরি প্রার্থীরা সুবিচার পায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct