রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই রাস্তার কাজ হওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দারা হরিহরপাড়ায়।ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের শাহাজাদপুর এলাকায়। হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে শাহজাদপুর এলাকায় পথশ্রী প্রকল্পের ঢালায় রাস্তা কালাম শেখের বাড়ি হইতে চোয়া কানা পিনকড়ির বাড়ি পর্যন্ত এক কিলোমিটার ঢালাই রাস্তা ৫৪,৮৪,৪৫৩ টাকা বরাদ্দে ঢালাই রাস্তার কাজ শুরু হয়।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন রাস্তার কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে কিন্তু রাস্তা শুরুতেই সিডিউল টাঙ্গানো হয়নি, সরকারি যে সিডিউল সেই সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে না, নিম্নমানের বালি পাথর এবং সিমেন্ট দিয়ে ঢালায় রাস্তার কাজ করছিল। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে এই কাজ বন্ধ করে দেয়। এই বিষয়ে ঠিকাদার কামাল শেখ বলেন কাজ শুরুই হয়নি অভিযোগের কি আছে।আর সিডিউল বাড়িতে আছে কাজ শুরু হলেই টাঙানো হবে বলে জানান তিনি।এই বিষয়ে হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া তিনি জানিয়েছেন খবর পেলাম তদন্ত করে দেখা হচ্ছে যদি নিম্নমানের কাজের অভিযোগ থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct