রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ভবানীবাটি হাটপাড়া এলাকায় বুনো শুয়োরের আতঙ্ক। গ্রামীন এলাকার মধ্যে কবর স্থান ও আশেপাশে জংগলে বুনো শুয়োরের খবর জানাজানি হতেই কার্যত হইচই সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। আতঙ্কিত ভবানীবাটি প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীরা। জানা গিয়েছে, দিন কয়েক আগেই বলবলপাড়া এলাকার একটি কবরস্থানে প্রাচীরের ভেতরে কয়েকটি বুনো শুয়োর দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরই হইচই সৃষ্টি হয়। কৃষি জমি নষ্ট করছে বলেও অভিযোগ গ্রামবাসিদের। ফলে স্বাভাবিক ভাবেই বন শুয়োরের আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। বন শুয়োর ধরতে বন দপ্তরের কাছে অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct