রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: বহরমপুরে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি হানা পাশাপাশি বহরমপুরে কর্মরত এক ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভাড়া বাড়িতে হানা দিলো ইডি । সঞ্চয়ন পান নামে ওই ডেপুটি ম্যাজিস্ট্রেটের বহরুমপুরে ভাড়া বাড়িতে ইডি হানা। পঞ্চায়েতে দুর্নীতির মামলায় বহরমপুরের এক পঞ্চায়েত কর্মচারীর বাড়ির পাশাপাশি মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতেও ইডি হানা। বহরমপুরের বিষ্টুপুর কালিবাড়ি এলাকায় পঞ্চায়েত কর্মী রথীন্দ্র কুমার দের বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরেই ভাড়া বাড়িতে থাকেন মুর্শিদাবাদের এনডিসি ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জয়ন পান। সঞ্জয়ন পান ধনেখালির প্রাক্তন বিডিও। এদিন বহরমপুরের ভাড়া বাড়ি ছাড়াও সঞ্জয়ন পানের সল্টলেকের বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকেরা। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে রথীন দে নামে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। একটি নোটিস নিয়ে রথীন দে-র বাড়িতে পৌঁছন পাঁচ জন গোয়েন্দা আধিকারিক। পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন এই রথীন। দুর্নীতির কারণে চাকরি খুইয়েছিলে বলে স্থানীয় সূত্রের খবর। ২০১৭ সালে ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। রথীন্দ্রনাথ দে সেই সময় মুর্শিদাবাদ জেলার নওদা গ্রাম পঞ্চায়েতের সচিব ছিলেন। সকালে রথীন্দ্রনাথ দে এবং সঞ্জয়ন পানের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভিরতে ঢোকের ইডি আধিকারিকেরা। ১০০ দিনের কাজে দুর্নীতিতে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct