আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি সফর হঠাৎ বাতিল করায় নানা গুঞ্জনের মধ্যে অন্যতম ছিল অভিষেকের সঙ্গে দূরত্ব বজায়। কেন্দ্রে বকেয়া আদায় নিয়ে রাজভবনের সামনে যে অভিষেক ধর্না শুরু করেছিলেন, সেই অভিষেক একই দাবিতে মমতার ধর্নায় গরহাজির ছিলেন। সেই আবহে মমতার দিল্লি যাওয়ার কথা থাকলে বাতিল হওয়া পিছনে অনেকেই কারণ হিসেবে সেই অভিষেকের কথাই তুলে ধরেন। বরাবর দিল্লিতে সফরে গিয়ে মমতা তার ভাইপো অভিষেকের বাংলোতে উঠতেন। কিন্তু এবারের দিল্লি সফরে তার বঙ্গ ভবনে থাকার কথা ছিল। তাই বঙ্গভবনে উঠলে অভিষেকের মধ্যে দূরত্বের বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হত। তবে সব বিতর্কে জল ঢেলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে মঙ্গরবার ফিরে দুপুরে তিনি কালীঘাটে মমতার সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন। তবে তাদের মধ্যে এই বৈঠকের পিছনে সম্প্রতি শূন্য হওয়া পাঁচটি রাজ্যসভার আসনে প্রার্থ িনর্বিাচন বলে তৃণমূল সূত্রের খবর। এদিন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে প্রায় পৌনে দু’ঘণ্টার ব্যক্তিগত বৈঠক করেন অভিষেক। এই বৈঠকেই রাজ্যসভা ভোটে কারা কারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন সেই তালিকায় চূড়ান্ত অনুমোদন মিলেছে বলে সূত্রের খবর। তবে. ঠিক কি বিষয়ে পিসি ভাইপোর মধ্যে কথা হযেছে তা অবশ্য স্পষ্ট নয়। কারণ, তাদের দুজনের মধ্যে হওয়া আলোচনা প্রসঙ্গে তৃণমূলের পক্ষে কিছুই জানানো হয়নি। প্রার্থী কারা হচ্ছেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলেই সূত্রের খবর। যদিও দু’জনের মধ্যে কী কথা হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কেউই কিছু জানাননি।উল্লেখ্য, রাজ্যের পাঁচ রাজ্যসভার সদস্য শান্তনু সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং অভিষেক মনু সিঙ্ঘভির মেয়াদ শেষ হচ্ছে। বিধায়ক সংখ্যার নিরিখে এই পাঁচটি আসনের মধ্যে চারটি পাবে তৃণমূল। একটিতে বিজেপির জয় নিশ্চিত। রাজ্যসভার মনোনয়ন পেশ করা শুরু শুক্রবার। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ ফেব্রুয়ারি। তার আগে মমতা-অভিষেক বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। এর মধ্যে বিশেষ আলোচ্য হল দু বারের রাজ্যসভার সাংসদ নাদিমুল হককে আবার মনোয়ন দেওয়া হবে না অন্য কাউকে বাছা হবে তা নিয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct