আপনজন ডেস্ক: শেষ সময়ে গোল করে প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়াটা সাম্প্রতিককালে অভ্যাস বানিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এবার সেই রিয়ালের কাছ থেকেই পয়েন্ট কেড়ে নিল নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ ২০ মিনিটে ব্রাহিম দিয়াজের করা গোলে এগিয়ে থাকা রিয়াল যখন জয় থেকে মাত্র মিনিটখানেক দূরে, সেই সময়ে গোল করে আতলেতিকোকে একটি পয়েন্ট এনে দেন মার্কোস ইয়োরেন্তে। ১-১ ড্র করেও জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
নিউজার্সিতে ফাইনাল, ড্রয়ের পরেও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচ খেলে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৫৮। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে জিরোনা, ৫০ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। চার নম্বরে থাকা আতলেতিকোর পয়েন্ট ৪৮।ম্যাচ শুরুর আগেই একটা বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। গা গরম করতে গিয়ে কাঁধে চোট অনুভব করে ভিনিসিয়ুস জুনিয়র। বাধ্য হয়ে তাঁকে বেঞ্চে রেখে একাদশ নামান কোচ আনচেলত্তি। অবশ্য ভিনির বদলে নামা দিয়াজই রিয়ালের মুখে হাসি ফোটান ম্যাচের ২০ মিনিটের সময়। গোলটা হয়েছে আতলেতিকোর রক্ষণের ভুলে, তবে দিয়াজের ফিনিশিং ছিল দারুণ। রিয়াল শুরু থেকেই খেলেছে আক্রমনাত্মক, প্রতিপক্ষের গোলমুখে শট নিতে চেষ্টা করেছে। তুলনায় আতলেতিকো শুরু থেকে চেষ্টা করেছে রক্ষন জমাট রেখে খেলতে। তবে পিছিয়ে পড়ার পর ওদেরও আক্রমনাত্মক হতে হয়েছে। রিয়াল আর গোল পায়নি। বরং বিরতির পর মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যে আতলেতিকোর স্তেফান সাচিভ হেড করে বল পাঠিয়ে দেন রিয়ালের জালে। তবে অফসাইডের কারণে ভিএআরে বাতিল হয়ে যায় সেই গোল। তারপর মনে হচ্ছিল এই ম্যাচে বুঝি আর রিয়ালের জয়টাই নিয়তি। কিন্তু ইয়োরেন্তে যে যোগ হওয়া সময়ে এমন চমকে দেবেন বার্নাব্যুর দর্শকদের তা কে জানত!
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct