আপনজন ডেস্ক: ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে এসি মিলান-উদিনেসে ম্যাচে ২৬ মিনিটের খেলা চলছিল তখন। খেলা থামিয়ে হঠাৎই রেফারির দিকে এগিয়ে যেতে দেখা গেল এসি মিলান গোলকিপার মাইক মাইনিয়ঁকে। রেফারিও তাঁর ডাকে সাড়া দিয়ে ছুটে এলেন। অঙ্গভঙ্গী দেখে বোঝা যাচ্ছিল, রেফারিকে বর্ণবাদী আচরণ নিয়ে অভিযোগ জানাচ্ছেন মাইনিয়ঁ। অভিযোগ জানানোর মধ্য দিয়ে তখনকার মতো শেষ হয় ঘটনাটি। এরপর ৩১ মিনিটে রুবেন লুফটাস-চেকের গোলে উদিনেসের মাঠে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মিলান।এই গোলের পরই আবার দৃশ্যপটে মাইনিয়ঁ। এবার খেলা থামিয়ে বিক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে করতে বেরিয়ে যান মাঠ থেকে। সাইডলাইনে কিছু সময় সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে মাইনিয়ঁ চলে যান টানেলের দিকে। কেউ কেউ এ সময় তাঁকে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু কারও ডাকে সাড়া দেননি ফরাসি গোলরক্ষক। ঢুকে পড়েন টানেলে। টানেল থেকে কর্মকর্তারা শেষ পর্যন্ত ফিরিয়ে আনেন মাইনিয়ঁকে।সব মিলিয়ে ১০ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচটি জেতে মিলান। এ জয়ের পর ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে মিলান। কিন্তু ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় ছিল মাইনিয়ঁর সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণ এবং তাঁর মাঠ ছেড়ে যাওয়ার ঘটনা।ম্যাচ শেষে ২৪ বছর বয়সী মাইনিয়ঁ সংবাদমাধ্যমকে বলেন, ‘তারা বানরের মতো করে চিৎকার করছিল। আমি বলেছি, আমরা এভাবে ফুটবল খেলতে পারি না। এমন ঘটনা আমার সঙ্গে এই প্রথম হয়নি। তাদের কঠোর নিষেধাজ্ঞা দিতে হবে। কারণ, কথা দিয়ে কিছুই হয় না। আমাদের বলতে হবে যে তারা যা করছে, তা ভুল। সব দর্শক এমন নয়। বেশির ভাগ দর্শক তাদের দলকে সমর্থন করবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা এভাবে নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct