নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রবিবার দুপুরের দিকে হাতিবাগানের অরবিন্দ সরণি ও ডালিমতলা লেনের বাসিন্দারা রাস্তা অবরোধ করে। ফলে ছুটির দিনে উত্তর কলকাতার বিধান সরণি ও আচার্য প্রফুল্ল চন্দ্র রোড সংযোগকারী এই অরবিন্দ সরণির এই রাস্তাতে যান চলাচল বন্ধ হয়ে যায় । জানা গিয়েছে,ডালিমতলা লেনে অবস্থিত কর্পোরেশনের কোয়ার্টারের প্রায় ৫০০০ বাসিন্দার কাছে সাত দিনের মধ্যে তাদের ঘর খালি করার নির্দেশ আছে কর্পোরেশন থেকে। যার ফলে এই আবরোধ।অবিলম্বে পুনর্বাসন দিতে হবে এই দাবি নিয়ে কর্পোরেশনের কর্মরত বস্তির বাসিন্দারা প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে। এরপর স্থানীয় বড়তলা থানার পুলিশ এসে অবরোধ মুক্ত করে।অরবিন্দ সরণি বিক্ষোভ উঠে যাওয়ার পর থানার সামনে বিক্ষোভ শুরু করে বস্তিবাসীরা কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বস্তির মানুষজন নির্বাচনের দাবিতে বড়তলা থানার সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়। এরপর থানা থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় আগামী তিন বছর এই নোটিশ কার্যকর করা হবে না। পাশাপাশি কর্পোরেশনের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে থানা নিজের দায়িত্বে নিয়ে আলোচনা করবে বলে আশ্বাস দেয়। এই কথা বিক্ষোভকারীরা শোনার পর আশ্বস্ত হয়ে বিক্ষোভ তুলে নেয়। তবে বস্তিবাসীদের স্পষ্ট হুমকি, জোর করে উচ্ছেদ করলে বৃহত্তর আন্দোলন শুরু করবে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct