নিজস্ব প্রতিবেদক, জলপাইগুড়ি, আপনজন: দীর্ঘদিন থেকে দোকানের ফ্রিজে রাখা থাকে পচা দই। আচমকা অভিযানে গিয়ে চক্ষু কপালে বিডিও প্রশান্ত বর্মনের। ফ্রিজ থেকে পচা দই বের করে দোকান মালিকে খাওয়ালেন বিডিও। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বাজারের ঘটনা। তিনি আগেই জানিয়েছে তিনি তার ব্লকের বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানে আচমকা অভিযান চালাবেন। সেই মতো বৃহস্পতিবার সকালে বিডিও নিজের নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে আজ বেলাকোবা বাজারে হানা দেয়৷ খতিয়ে দেখেন বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান ও অন্যান্য খাবারের দোকানে থাকা খাবারের গুনগত মান। মিষ্টির দোকানের ফ্রিজ খুলে দেখেন রাখা রয়েছে দীর্ঘদিনের দই। দইয়ের উপর রীতিমতো ফাঙ্গাস পরে গেছে। দোকান মালিকে ধমক দেওয়ার পাশাপাশি সেই ফাঙ্গাস পরা দই খাওয়ালেন দোকান মালিককে৷এছাড়াও হোটেলে রাখা খাবার দিয়ে ব্যাপক দুর্গন্ধ বের হচ্ছে। সেই সমস্ত খাবার ফ্রিজ থেকে বের করে বাইরে ফেলে দেন বিডিও৷ পাশাপাশি বেলাকোবার বিভিন্ন বিদ্যালয়ের গিয়ে মিড ডে মিলের খাবারের গুনগত মান খতিয়ে দেখেন ও ছাত্র ছাত্রীদের সাথে কথাও বলেন বিডিও প্রশান্ত বর্মন। বৃহস্পতিবার সমস্ত দোকান মালিকদের সতর্ক করে তিনি বলেন, আমি আবার আসবো। সেই সময় যদি এই ধরনের খাবার দেখা যায় দোকানে রয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওর এ হেন ভূমিকাকে প্রশংসা করেছেন সকলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct