আপনজন ডেস্ক: রেশন কেলেঙ্কারি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি হেফাজতের মেয়াদ সাত দিন বাড়িয়ে দিলেন ব্যাঙ্কশাল কোর্ট। রাজ্যের প্রাক্তন খাদ্য ও সরবরাহ মন্ত্রী মল্লিককে ২৭ অক্টোবর ভোরে সল্টলেকের তার বাসভবন থেকে গ্রেফতার করে ইডি। ইডি-র আইনজীবী বিচারকের কাছে বালুর হেফাজত সাত দিন বাড়ানোর আবেদন জানিয়ে দাবি করেন। যদিও আদালত এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় এজেন্সিকে ১০ দিনের হেফাজত মঞ্জুর করেছিল। তবে তিনি আসলে সাত দিনের হেফাজতে ছিলেন কারণ তিনি তিন দিনের জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিককে ১৩ নভেম্বর ফের আদালতে হাজির করা হবে। তবে এদিন আদালত থেকে বেরিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিককে। ‘মন্ত্রী’র সেই চেনা ঢংয়ে ডান হাত তুলে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, সাতদিন বাদে আবার আসছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct