সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি: সাত সকালে জলপাইগুড়ির বানারহাট হিন্দি কলেজের পাশে ঠাঁয় দাঁড়িয়ে হাতির দল। অবরুদ্ধ হল জাতীয় সড়ক। চাঞ্চল্য ছড়ালো বানারহাটে। বানারহাট কার্তিক ওরাও হিন্দি গভর্মেন্ট কলেজের পাশে সকাল বেলা ১৭ টি হাতির একটি দলকে দেখতে পান এত প্রাতভ্রমণ কারীরা। দীর্ঘক্ষণ হাতির দল হিন্দি কলেজের পাশে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকে।
সকাল সকাল হাতির দলকে হাতের নাগালে পেয়ে মোবাইলের ক্যামেরা বন্দি করল স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ।শুক্রবার সকাল ৬ টা নাগাদ রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলে ফেরার পথে শাবক সহ ১৭ টি হাতির দল বানারহাট কার্তিক ওরাও হিন্দি কলেজের সামনে এসে কিছুক্ষন দাঁড়িয়ে পড়ে। যদিও তারা মিনিট দশেক দাড়িয়ে থেকে শিলিগুড়ি গামী রেললাইন, জাতীয় সড়ক ও রাজ্য সড়ক পার হয়ে ফের জঙ্গলের দিকে রওনা দেয়।
এদিন এই দৃশ্য দেখে জাতীয় সড়কে কিছুটা ভিড় জমে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে যেমন হাতির ছবি মোবাইল বন্দি করে তেমনি জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। কিছুটা সময়ের জন্য হাতি তে মজে স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষ। সেই সময় বনদপ্তরের কর্মীরা না থাকায় কিছুটা আতংক ছড়ায়। হাতির দল কিছুক্ষন্ পরে জঙ্গলমুখী হলে আতংক মুক্ত হয় বাসিন্দারা।
উল্লেখ্য কিছুদিন আগে হাতির হামলায় তিনজনের মৃত্যু ঘটেছে ডুয়ার্সের বানারহাট এলাকায়। যার কারণে ক্ষোভের মুখে পড়তে হয় বনকর্মীদের। যার কারণে বদলি করা হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার কেও।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা সুত্রে জানানো হয়, কলেজের পাশ দিয়ে হাতির করিডর থাকায় সেই রাস্তা দিয়ে যায় মাঝে মাঝেই হাতির দল রেতির জঙ্গল থেকে মোরাঘাট জঙ্গলের দিকে যায়। এদিন হাতির দল দাঁড়িয়ে পরে এই বিষয়ে কোন খবর আসে নি। তাই তাদের জানা নেই।
সাহিন আনসারি নামে এক প্রাতভ্রমণকারী বলেন, সকালবেলা প্রাতভ্রমণ করতে বেরিয়েছিলাম। সেই সময় দেখতে পাই রেল লাইন পেরিয়ে যাচ্ছে একদল হাতি। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম পরে সাহস করে ক্যামেরাবন্দি করি সে হাতির ছবি, প্রচুর মানুষ ভিড় করেছিল। পরে চা বাগান দিয়ে হাতে গুলি চলে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct