সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি: চাবাগানের নিকাশি নালায় পরে স্ত্রী হস্তি শাবকের মৃত্যু। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নিউ ডুয়ার্স চা বাগানে। এদিন সকালে চা শ্রমিকেরা বাগানে পাতা তুলতে গেলে ৫৮ নন্বর সেকশনে নিকাশি নালায় মৃত অবস্থায় শাবকটিকে পরে থাকতে দেখেন। এদিকে জলপাইগুড়ি জেলা বন দপ্তরের বন্যপ্রান বিভাগের অতিরিক্ত বনাধিকারিক জন্মেনজয় পাল জানিয়েছেন শাবকটির মৃতদেহ উদ্ধার করে গরুমারায় নিয়ে এসে ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। যদিও বাগান শ্রমিক দের অনুমান বাগানের নিকাশি নালায় পরে যাওয়ার কারণেই হাতির শাবকটির মৃত্যু হয়ে থাকতে পারে।
জানা যায়, নিউ ডুয়ার্স চা বাগানের একদিকে ডায়নার জঙ্গল অন্যদিকে রেতির জঙ্গল। যেকারণে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার জন্য হাতির দল মাঝে মধ্যেই এই চাবাগান কে ব্যবহার করে থাকে। এদিন সকালে নিউ ডুয়ার্স চা বাগানের ৫৮ নম্বর সেকশনে অন্যান্য দিনের মতোই কাজে গিয়েছিলেন চা শ্রমিকেরা। সেই সময়ই নালার ভেতরে শাবকটিকে দেখতে পায় তারা। দেখা মাত্রই চা শ্রমিকেরা বিষয়টি জানায় বাগান কর্তৃপক্ষকে। এরপরে বাগানের পক্ষ থেকে জানানো হয় বন দপ্তরকে। খবর পয়ে ঘটনা স্থলে যায় বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা।
এই বিষয় নিয়ে বাগানের ওয়েলফেয়ার অফিসার সুরজিৎ কর বলেন, খবর পাওয়া মাত্রই ৫৮ নম্বর সেকশনে গিয়ে দেখতে পাই একটি হাতির শাবক চার পা ওপর দিকে তুলে নিকাশি নালায় মৃত অবস্থায় পরে আছে। এর পরে বিন্নাগুড়ি রেঞ্জের বন কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানিয়েছেন, রেতি এবং ডায়ানার জঙ্গলে হাতির দল যাতায়াত করে। কোন ভাবে শাবকটি নিকাশি নালায় পরে গিয়ে ছিলো। হাতির দল তুল গিয়ে মাটি চাপা পরে শাবকটির মৃত্যু হয়ে থাকতে পারে। উল্লেখ্য গত বছর নভেম্বর মাসের ১৭ তারিখ চুনাভাটি চা বাগানে এই ভাবে হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct