আপনজন ডেস্ক: গুগলের সার্চ ইঞ্জিনের হোমপেজ বদলে যাচ্ছে। গুগলে প্রবেশ করতেই প্রদর্শিত হবে বিভিন্ন নিউজ স্টোরি। এছাড়া আবহাওয়া ও শেয়ারবাজারের মতো অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষামূলক এ ফিচারটি চালু করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এতে দেখা গেছে, গুগলের লোগো ও সার্চ বারের নিচে এখন থেকে বিভিন্ন নিউজ স্টোরি দেখা যাবে।এতদিন গুগলের হোমপেজটি ছিল সাদামাটা ডিজাইনের। এবার গুগলের সার্চ ইঞ্জিনের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট বিং ও ইয়াহুর মতো তারাও নিউজ ও অন্যান্য সংবাদ নিজেদের হোমপেজে সংযুক্ত করছে। যদিও এ রকম ফিচার গুগলের মোবাইলে ডিসকোভার নামে আগে থেকে ছিল, তবে গুগলে নিউজসংক্রান্ত বিষয়বস্তু অনুসন্ধান করলেই কেবল তা প্রদর্শিত হতো। কিন্তু এখন থেকে ডিফল্টভাবে হোমপেজে নিউজ দেখা যাবে।এমএস পাওয়ার ইউজার ওয়েবসাইট অনুসারে, গুগল তাদের এ নিউজ ফিডটি ডেস্কটপ ভার্সনের জন্য আপাতত পরীক্ষামূলকভাবে চালু করেছে। তাই শুধু কিছু নির্দিষ্ট মানুষ ওয়েবসাইটটিতে ঢুকলে সংবাদগুলো আপাতত দেখতে পাবেন। পরে সবার জন্য এ নিউজফিড ভার্সন উন্মুক্ত করা হবে।আরস টেকনিকার ওয়েবসাইটের মতে, গুগল ওয়েব হোমপেজে নিউজের ফিচারটি বর্তমানে ভারতে পরীক্ষামূলক চালু করা হয়েছে। এখানে অ্যালগরিদমের ওপর ভিত্তি করে একজন গ্রাহকের পছন্দের সঙ্গে মিলে যাওয়া সংবাদ হোমপেজে প্রদর্শন করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct