মোল্লা মুয়াজ ইসলাম, খণ্ডঘোষ, আপনজন: দুটি কিডনি বিকল খণ্ডঘোষের বামুনপুকুর গ্রামের বাসিন্দা প্রাক্তন ইমাম শামসুজ্জোহার স্ত্রীর আনোয়ারা খাতুনের (৪৩)। অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। প্রতিস্থাপন করতে হবে কিডনি। কিডনি জোগাড় করে শরীরের যুক্ত করতে খরচা হবে ১৫ লক্ষের বেশি । মাথায় হাত ইমামের।এই পর্যন্ত ১০ লক্ষ টাকা খরচা হয়ে গেছে। জমি জায়গা ভিটেমাটি গহনা সবই বিক্রি হয়ে গেছে । খবর জেনে হাত বাড়িয়ে দিলেন খণ্ডঘোষের ওসি সুব্রত বেরা, বড়শুল কিশোর সংঘের কর্ণধার পার্থ ঘোষ ।ইমাম শামসুজ্জোহা কৃতজ্ঞতা জানালেন ওসি সুব্রত বেরা ও বড়শুল কিশোর সংঘের কর্ণধার পার্থ ঘোষকে। শামসুজ্জোহা বলেন জীবনে কখনো কারো কাছে সাহায্য নিতে হয়নি, বরঞ্চ অনেক ক্ষেত্রে অনেক মানুষকে সাহায্য করেছি। আজ এমন একটা পরিস্থিতিতে পড়েছি এত বিশাল অঙ্কের টাকা যোগাড় করা আমার মত সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। বহু হিতাকাঙ্খী মানুষ হাত বাড়িয়ে দিচ্ছেন আরো মানুষ যদি হাত বাড়িয়ে দেন অনেকটা উপকৃত হব। বড়শুল কিশোর সংঘের কর্ণধার পার্থ ঘোষ বলেন, আমরা সর্বদাই মানুষের পাশে থাকি, বিভিন্ন ক্ষেত্রে অসহায় মানুষের পাশে দাঁড়ানো টাই মানবতা। এরকম ধরনের সাহায্য সম্প্রীতির, মানবতার এক অনন্য নজির হয়ে থাকছে। সবাই চাইছে কিডনি প্রতিস্থাপন করে রোগী সুস্থ হয়ে উঠুক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct