নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: চার চাকা গাড়ি উল্টে যখম তিন।ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়কে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা পেট্রোল পাম্পের পাশে। জখম হয়েছেন গাড়ির মালিক তথা চালক মোস্তাফিজুর রহমান সহ আরো দুইজন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন গাড়িটি হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের দিকে যাচ্ছিল।পেট্রোল পাম্পের পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায়।জাতীয় সড়কে থাকা চেকপোস্টের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই গাড়ির যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চাঁচল মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct